Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

সাংবিধানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। সেআলোকে মাঠ প্রশাসনের (Field Administration) সর্বনিম্ন(উপজেলা পর্যায়ে) উপজেলা প্রশাসন কাজ করে থাকে। গনমানুষের মৌলিক অধিকার নিশ্চিতকল্পে বহুবিধ সেবা, জীবনমান উন্নয়ন এবং আর্থ সামাজিক অগ্রগতি ও প্রবৃদ্ধিতে জেলা প্রশাসনের ভূমিকা দুইশত বৎসরের গৌরবে উচ্চকিত। জেলা প্রশাসনের কর্নধার একাধারে জেলা প্রশাসক, জেলা ম্যাজিষ্ট্রেট ও কালেকটরহিসাবেদায়িত্ব পালন করে থাকেন। অন্যদিকে তদানীন্তনমহকুমা প্রশাসনের দায়িত্বে ছিলেন SDO ( Sub Divisional Officer) যিনি একাধারে প্রশাসনিক, বিচারিক ও কালেকটরের ভূমিকা পালন করতেন। ১৯৮২ সালে উপজেলা পরিষদ প্রর্বতনের পর এই পদটি উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসাবে পরিচিতি পায়। ১৯৯১ সালে উপজেলা পরিষদ বিলুপ্তির পর থানা নির্বাহী অফিসার (TNO) হিসাবে পরিচিতি পেলেও উপজেলা পরিষদ পুন: প্রর্বতনের ফলে উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসাবে পদটি পুনরায় পরিচিত হয়। ইউএনও কেন্দ্রিয় সরকারের উপজেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করেন। তিনি উপজেলা পর্যায়ে বিস্তৃত মন্ত্রনালয়ভিত্তিক বিভিন্ন অধিদপ্তরের অফিসসমূহের কার্যাবলী সমন্বয় করে থাকেন। এছাড়া তিনি উপজেলা পরিষদকে উপজেলা পরিষদ আইন মোতাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (UNO) হিসাবে সাচিবিক সহায়তাদিয়ে থাকেন। এছাড়া তিনি মন্ত্রীপরিষদের বিভাগের আওতায় নির্বাহী হাকিম হিসাবে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন।